পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ফয়সাল পঞ্চায়েতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ডিবির একটি দল তাকে আটক করে।
দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
সম্প্রতি বাউফলের ইউএনওর যোগসাজশে খাসজমি কৃষকদের চাষাবাদের অনুমতির দেওয়ার নামে জনপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আটক ফয়সালের বিরুদ্ধে।
এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে গত দুই দিন ধরে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। জানা গেছে, খাসজমির ‘অবৈধ বাণিজ্য’ নিয়ে ইউএনওর দালাল উল্লেখ করে ফয়সাল পঞ্চায়েতসহ কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
একটি সমবায় সমিতির সদস্য আবদাল হোসেন বলেন, ‘আমরা ১৫০ একর জমি নিয়েছি বিনিময়ে ইউএনওকে পাঁচ লাখ টাকা দিয়েছি।’ চন্দ্রদ্বীপ এলাকার কৃষক মো. শাহীন বলেন, ‘আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে এক একর জমি পাইছি।
এ বিষয়ে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক রুহুল রাড়ি বলেন, ‘আমি ১৫ একর জমি তরমুজ চাষের জন্য ফয়সালের কাছ থেকে কিনেছি। একর প্রতি ২৫ হাজার টাকা নিয়েছে ফয়সাল। ১৫ একরে তিন লাখ টাকা দিয়েছি। এখনো ৭৫ হাজার টাকা বাকি।
একই ইউনিয়নের আরেক কৃষক রাসেল হোসেন বলেন, ‘ফয়সাল দুই একর জমি বাবদ আমার কাছ থেকে ৪৮ হাজার টাকা নিয়েছে। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমি ৪৮ হাজার টাকা দিয়া জমি কিনছি।’
উল্লেখ্য, জমি চাষাবাদের অনুমতি দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। জমির বরাদ্দ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে একটি টাকাও জমা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে উপজেলা ভূমি অফিস।
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ডেভিল হিসেবে তাকে আটক করা হয়। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বাউফল থানা থেকে ডকুমেন্টস পাঠানোর পর আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।