শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দালালসহ বরিশালের ৪০ যুবক ফের লিবিয়ায় আটক

নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৩৯ জন যুবক এবং একজন দালালকে আটক করেছে লিবিয়ার পুলিশ। আটককৃতদের মধ্যে ৩৬ জন গৌরনদী ও তিনজন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের সঙ্গে একজন মানব পাচারকারী দালাল চক্রের সদস্যও রয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আটক যুবকদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন। আটক হওয়া এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনগাজির সিটি খলিফা এলাকায় অভিযান চালিয়ে একটি ‘গেমঘর’ থেকে দালাল চক্রের একজন সদস্যসহ মোট ৪০ জনকে আটক করেছে। এর মধ্যে আমার ছেলেসহ সকল যুবকের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে লিবিয়ার পুলিশ।

তিনি আরও জানান, গত শনিবার দিবাগত রাতে কৌশলে লুকানো একটি মোবাইল ফোন দিয়ে তার ছেলে আটক হওয়ার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তারা উদ্বেগ–উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

জেসমিন খানম বলেন, “এর আগে আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় গত ২৩ সেপ্টেম্বর রাতে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা আমার ছেলেসহ অন্যদের ছাড়িয়ে দালাল চক্রের আরেক সদস্যের জিম্মায় রেখেছিল। এবারও জাকির মোল্লা আটককৃতদের ছাড়িয়ে আনবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”

আটকের বিষয়টি মানব পাচার চক্রের সদস্য, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী মো. জাকির মোল্লাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যতবার আটক হবে, ততবারই নিজের টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনবো। এরপর ‘গেম’ দিয়ে ইতালি পাঠাবো। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইতালি যেতে চায় বলেই আমি তাদের পাঠাই।”

উল্লেখ্য, এর আগে লিবিয়ার কারাগারে থাকা কয়েকজন যুবকের অভিভাবক জানান—ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে গৌরনদীর পশ্চিম ডুমুরিয়ার ইতালি প্রবাসী জাকির হোসেন মোল্লার মাধ্যমে বগুড়ার ইতালি প্রবাসী সাজু এবং কুষ্টিয়ার লিটনের কাছে প্রতিজন ১৫ থেকে ১৮ লাখ টাকা দেন গৌরনদী ও আগৈলঝাড়ার এসব যুবক। এরপর তারা ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা দেন।

দালাল জাকির তার লিবিয়ায় অবস্থানরত সহযোগীদের মাধ্যমে গত ৮ সেপ্টেম্বর রাতে প্রথম দফায় গৌরনদীর ৩৮ জনকে এবং ২২ সেপ্টেম্বর রাতে দ্বিতীয় দফায় গৌরনদী ও আগৈলঝাড়ার ২২ জনকে বেনগাজি থেকে বোটে তুলে ইতালির উদ্দেশে পাঠান। কিন্তু দুইটি বোটই লিবিয়ার কোস্টগার্ড আটক করে।

আটকের ২৭ দিন পর জাকির মোল্লা তাদের ছাড়িয়ে পুনরায় অন্য সদস্যের জিম্মায় রাখেন। পরবর্তীতে আবারও ৪০ জনকে ২৭ নভেম্বর দিবাগত রাতে ভূমধ্যসাগর পথে পাঠানোর প্রস্তুতিকালে বেনগাজির সিটি খলিফা এলাকায় অভিযান চালিয়ে গেমঘর থেকে দালালসহ ৪০ জনকে আটক করে লিবিয়ার পুলিশ।

 

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *