মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান
ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।
দিনের শুরুতে সকাল ১১টায় দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জনতা ব্যাংক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রেস ক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরে উপজেলা সম্প্রসারণ ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শ. ম. ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান থানার সাব-ইন্সপেক্টর মোঃ জিয়াউল হায়দার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজ—সব ক্ষেত্রেই সৎ ও নৈতিক চর্চা জোরদার করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। উপস্থিত তরুণ শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে স্বেচ্ছায় শপথ গ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।