ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে মনোনয়নপত্র বিতরণ, জমাদান, যাচাই-বাছাই ও ভোটগ্রহণের পূর্ণ সময়সূচি ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বিতরণ ১৫ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৭ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই ১৮ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর বিকাল ৫টা। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর সকাল ১০টা।
ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর সাধারণ সভা শেষ ফলাফল ঘোষণা করা হবে।
প্রতিটি পদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে- সভাপতি পদে ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক পদে ৪,০০০ টাকা, সহ-সভাপতি পদে ৩,০০০ টাকা, সহ-সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদে ২,০০০ টাকা এবং নির্বাহী সদস্য পদে ১,০০০ টাকা। উল্লেখিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
সভাপতি , সহ-সভাপতি, সাধারণ সম্পাদক , সহ-সাধারণ সম্পাদক , দপ্তর সম্পাদক কোষাধ্যক্ষ প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্য ৪টি পদসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । প্রেসক্লাবের ৪৫ জন সদস্যন মধ্যে ৪২ জন সদস্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন। নির্বাচন পরিচালক খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তফসিল ঘোষণা সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণা উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, একুশে টিভি প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।