শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিরোজপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবদল কর্মী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ১নং সিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবদল কর্মী রিয়াজ শেখ নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল গ্রামের মৃত দেলোয়ার শেখের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার ১-নং শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া এলাকার অলি গাজী নামের এক যুবকের বাসা থেকে ওই যুবদল কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশ সোপর্দ করেন। এসময় তার সঙ্গে দুই যুবতী নারী ও ছিলেন। স্থানীয় জনতা জানান, রিয়াজ শেখ অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন  অলি গাজী দৌড়ে পালিয়ে গেলেও রিয়াজ শেখকে আমরা ধরতে সক্ষম হই।
রিয়াজ শেখ এর ব্যাপারে নাজিরপুর উপজেলার নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই রিয়াজ বেপরোয়া হয়ে উঠেন। অটোস্টান্ড দখল, চোঠইমহল বেস্টান্ড থেকে অবৈধ ভাবে গাড়ী থেকে টাকা উত্তলন, মাদক ব্যবসা, নারী ব্যবসা, জুয়াসহ নানা অপকর্মে লিপ্ত। তার কাছ থেকে দলীয় নেতাকর্মীও মুক্তি পায় নাই।
দলীয় একটি সূত্র জানাযায়, রিয়াজ শেখের এই অপকর্মে আশ্রয়দাতা হিসেবে পরিচিত নাজিরপুর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান খান রিপন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম জানান, রিয়াজ শেখ যুবদলের কমিটিতে নেই। বিভিন্ন সময় তাকে আপনারদের প্রোগ্রাম করতে দেখা যায় বললে তিনি জানান, সে সাধারন কর্মী। এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, রিয়াজ শেখ নামের এক যুবকে অসামাজিক কার্যকলাপে অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি  ইসলাম মানুষের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত, ব্যক্তিজীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *