শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচিত অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২ টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভোট গণনা ২টায় শুরু হয় এবং ২:৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট।

ছাত্রদল সদস্য মো. রবিউল ইসলাম বলেন, আমরা সকলে চাই গণতন্ত্রের ধারা অব্যহত থাকুক। আজকে গনতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা এতে খুশি। আগামীতেও গণতান্ত্রিকভাবে কমিটি গঠিত হবে বলে আশাকরছি। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের পাশে থাকবে সেই আশা করছি।

নবগঠিত কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিকভাবে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আমরা সবাই জিতেছি, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশাকরব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”

আরো পড়ুন

‎নাজিরপুর সেতু উদ্বোধনে পরিকল্পিত সন্ত্রাসী হামলা: প্রশাসনের সামনে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক ‎বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীর ওপর প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *