বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গন। তার ওই বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পুরাতন ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব রোডের বিলাশ চত্বরে এক পথসভায় মিলিত হয়। পরে টাউনক্লাব মাঠে বায়জীদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

পথসভায় জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আজকে বিক্ষোভ করার কথা ছিল না। কিন্তু পিরোজপুরের সাবেক অবৈধ চেয়ারম্যান বায়জীদ নামের কুলাঙ্গার গতকাল ফেসবুকে যে মিথ্যাচার ও কটুক্তি করেছে, তা আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে। সে লিখেছে যে ৩ ডিসেম্বর আমাদের মা বেগম খালেদা জিয়া মারা গেছেন এটি সম্পূর্ণ মিথ্যা, ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর কঠোর শাস্তি দাবি করছি।

তিনি আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে পিরোজপুর জেলা ছাত্রদল বায়জীদকে খুঁজে বের করে এর উপযুক্ত জবাব দেবে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সহ-সভাপতি ফেরদৌস সরদার, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বায়জীদ হোসেন তার ফেসবুকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘ক্লিনিক্যালি ডেড’ উল্লেখ করে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়

 

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *