শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বানারীপাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধ ফিরে পেলেন মাথা গোজার ঠাঁই

বানারীপাড়া প্রতিনিধি 
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বৃদ্ধ আঃ মন্নান শেখ খুজে পেয়েছেন মাথা গোঁজার ঠাই। জানাগেছে মন্নান শেখ ভূমিহীন হওয়ায় পরিবার নিয়ে থাকার জন্য ১৯৮৮-৮৯ সালে সরকারের নিকট থেকে তিনি করপাড়া মৌজার সৃজিত খতিয়ান নং ২৮৪/৪২৯ দাগে ৩৫ শতক জমি বন্দোবস্ত পেয়েছিলেন।
কিন্তু ওই জায়গা দখলে ছিলো একই গ্রামের মৃত কাদের সরদারের ছেলে বাদশা সরদার,কাছেম আলী সরদারের ছেলে বাবুল সরদার ও তাহের মুন্সির ছেলে মোঃ ফেরদৌস মুন্সির।তারা তিন জনই ওখানে পাকা ও আধা পাকা ঘর তৈরি করে বসবাস করতে ছিলো।
মন্নান শেখ জানান জমি বন্দোবস্ত পাওয়ার পর তিনি প্রতিপক্ষের দ্বারা বিভিন্ন মামলা ও হয়রানির ভয়ে জায়গা দখল নিতে পারেননি। মন্নান শেখ কয়েকমাস পূর্বে তার জায়গা বুঝে পেতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র দায়িত্বে থাকা জনাব বায়েজিদুর রহমানের কাছে আবেদন করেন।
পরে তার পক্ষ থেকে উপজেলা সার্ভেয়ারকে ওই জমির সঠিক মালিকানা নির্ধারন ও প্রকৃত মালিক দখলে আছে কি না সে ব্যাপারে তদন্ত ভার দেয়া হয়। তদন্ত শেষে আঃ মন্নান শেখের সঠিক কাগজপত্র থাকায় তিনিই এর সঠিক মালিক বলে প্রমানিত হন।
ন্যান্য যারা ওই জায়গা দখলে আছে তাদেরকে কয়েক দফা বসত ঘর সরিয়ে নিতে নির্দেশ প্রদান করলে কেউই কর্নপাত করেননি। পরে গত ৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জি এম এ মুনিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ আঃ মন্নান শেখকে তার জায়গার দখল বুঝিয়ে দিয়ে অবৈধ দখলদারিদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেন।
ওই দিনই আঃ মন্নান শেখ এলাকাবাসীর সহযোগিতায় একটি টিনের ঘর তুলে তার জায়গার দখল বুঝে নেন। অপরদিকে মন্নান শেখের ওই জায়গার কিয়দাংশে দুটি পরিবার পাকা ঘর তুলে বসবাস করছে। তাদের বসবাসের ঘর দুটি পাকা হওয়ায় অন্যত্র সরিয়ে নেয়ার কোনো উপায় তাদের কাছে নেই বলে জানান।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *