আবু জিহাদ, আমতলী
নারী ও কিশোরদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমতলীতে “১৬ ডেজ অব অ্যাকটিভিজম” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় আমতলী বকুল নেছা মহিলা কলেজে বেসরকারি সংস্থা এনএসএস,এডুকো বাংলাদেশ এবং ওয়াল্ড ভিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ ফেরদৌসী আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস।স্বাগত বক্তব্য রাখেন এনএসএস আমতলীর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, এনএসএস-এর মিল কো-অর্ডিনেটর সাডিয়া কারিমুন, এডুকো বাংলাদেশের পিসি তাজমেরী জাহান লিখন, দৈনিক সমকালের আমতলী প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন এবং দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার আমতলী প্রতিনিধি আবু জিহাদসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা ডিজিটাল সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।