শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

প্রেমিকের বাড়িতে কলেজ পড়ুয়া তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক।। 

প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেছেন এক অনার্স পড়ুয়া তরুণী।
তার দাবি প্রেমিক মুহিদুল ইসলাম তুহিন তাকে বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবেন কলেজ পড়ুয়া এই তরুণী।

শুক্রবার (২০জুন) বিকেলে ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেরামত আলী রাজা বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণীর জানায়, গত ৮বছর আগে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া ঝর্না আক্তার ঝুমার সাথে কলেজে যাতায়াতের সময় পরিচয় হয় একই উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর রাজার ছেলে মুহিদুল ইসলাম তুহিনের সঙ্গে। পরে মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তরণীর দাবি প্রেমের সম্পর্ক চলাকালে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার কথা বলে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক তুহিন।

এর পর তরণী বিয়ের জন্য প্রেমিক তুহিনকে চাপ দিলে তার পরিবার বিষয়টি মানতে রাজি হননি এতেই বাদে বিপত্তি এ নিয়ে একাধিক শালীস সমঝোতায় বসাবসি হলেও তরুণীকে মানতে নারাজ তুহিন এর পরিবার। সর্বশেষ তুহিনকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিবার। শুক্রবার সন্ধ্যায় বিয়ের দাবি নিয়ে প্রেমিক তুহিনের বাড়িতে হাজির হন ঝুমা।

তরুণী অভিযোগ করে বলেন, “তুহিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন হঠাৎ শুনি সে অন্যত্র বিয়ে করছে। আমি প্রতিবাদ করতে গেলে সে নিজেই বলেছে—তাদের বাড়িতে এসে অনশনে বসলে তার পরিবার আমাকে মেনে নেবে।”

এদিকে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় উৎসুক মানুষ। কেউ কেউ তরুণীর পক্ষে সাফাই গাইছেন, কেউ আবার এ ঘটনাকে অন্যভাবে দেখছেন।

অন্যদিকে প্রেমিকার অনশনের খবর পেয়ে প্রেমিক তুহিন গাঁ ঢাকা দিয়েছেন। তবে তুহিন ও ঝুমার প্রেমের বিষয়টি স্বীকার করলেও ঝুমার দাবি মেনে নিচ্ছে না তুহিনের পরিবার।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

নির্দেশনা থাকলেও নেই বাস্তবায়ন, অবাধে চলছে জাটকা নিধন ও পাচার

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন  বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *