সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

জীবন ও জীবিকার মান উন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী
‎খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) গৌরনদী এরিয়া অফিসের উদ্যোগে জীবন ও জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে উপকারভোগী সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সিসিডিবির গৌরনদী এরিয়া কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির সিপিআরপি গৌরনদী ব্যবস্থাপক সুদীপন খিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘারামী।

‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্ন, অ্যাকাউন্টস অফিসার ডেভিট লিটন দাস, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন এবং সাংবাদিক সোলায়মান তুহিন। ‎অনুষ্ঠানে সিসিডিবির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৯টি ফোরামের সদস্যদের মাঝে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

পাশাপাশি সিসিডিবি আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। ‎সিসিডিবি প্রতিনিধিরা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের আয়ের সুযোগ ও স্বনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।

আরো পড়ুন

কাশীপুরে পাওনা টাকা চাওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক বরিশাল নগরের কাশীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ আব্দুল জাহের খান নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *