এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গবার বেলা ১০টায় জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন সহ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ জিয়াউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন দপ্তর কর্মকর্তাবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি (অবঃ) মাষ্টার এ বি এম জাকির হোসেন, মোঃ শরিফুল ইসলাম (সহ-সভাপতি) মেহেন্দিগঞ্জ প্রেসক্লা’র সাংগঠনিক সম্পাদক ও আল-হেরা মাদরাসার পরিচালক এইচ এম আনিছুর রহমান (সদস্য), মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক বেগম ইসমত আরা (সদস্য), পাতারহাট সিনিয়র মাদরাসার শিক্ষক মায়মুনা আক্তার লাকি (সদস্য),
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোঃ কামাল হোসেন (সদস্য) ও পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এনামুল হাসান মুসা (সদস্য) প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত সহ সাংবাদিক বৃন্দ, স্কাউট গার্লস গাইড, সাধরন শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, আগত অতিথি ও উপজেলার এনজিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
প্রত্যেকে নিজ নিজ বক্তব্যে দুর্নীতি থেকে নিজেকে ও দেশকে মুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা ও গণসচেতনতার উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য তুলে ধরেন ভক্তরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।