অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে ইসলামের জাগরণ দেখে একটি রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আতঙ্কে অসংলগ্ন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়াচ্ছে। ইসলামী নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি সেক্টরে কোরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠা পাবে, আর তখনই বাংলাদেশ হবে প্রকৃত মডেল রাষ্ট্র।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর খালিশপুরের মুজগুন্নীস্থ জামি’আ রশিদিয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম (রহ.) অডিটরিয়ামে খুলনা-৩ আসনে হাতপাখা মার্কার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়-নীতি ছাড়া আর কোনো পথ নেই।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল, যার ফলে বাংলাদেশ বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষস্থানে ছিল।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান তুষার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতি আমানুল্লাহ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।