বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বেতাগী প্রতিনিধি 
বরগুনার বেতাগী পৌর শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে মিছিল করায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ৯ ডিসেম্বর সন্ধ্যার পর বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমার ইমরান সই করা এক চিঠিতে বেতাগী উপজেলা ছাত্রলীগের সোহেল আমিন হাওলাদারকে সভাপতি এবং সিফাত সিকদারকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য বেতাগী ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৫/২০ জনের একটি দল হঠাৎ পৌর শহরের কেন্দ্রীয় সড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তারা দ্রুত মিছিল আকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নবগঠিত কমিটির মিছিলকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং তারা সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
ব্যবসায়ীরা জানান, হঠাৎ মিছিলের কারণে দোকানপাট বন্ধ করে দিতে হয় এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটে। অনেক পথচারীও নিরাপত্তাহীনতায় ভোগেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও যদি এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম বরদাশত করা হবে না।

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর অবস্থান না থাকলে এ ধরনের ঝটিকা কর্মসূচি আরো বাড়তে পারে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বেতাগীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় সাধারণ মানুষ।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়

তালতলী প্রতিনিধি।। অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *