নিজস্ব প্রতিবেদক॥
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসীল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। ১০বছর পরে ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ হোসেন নির্বাচনের তফসীল ঘোষণা করেন।
আওয়ামীলীগের ব্যানারে কোন প্রার্থী অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চিত। তাই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের ব্যানারে প্রার্থীদের প্রতিদ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মিত্র দুটি রাজনৈতিক দলের নেতাদের ভোট যুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম। তিনি জানান, বরিশাল বিএম কলেজ থেকে রাস্ট্রবিজ্ঞানে সম্মান স্নাতোকোত্তর সম্পন্ন করেন। বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২৯ আগস্ট ঝালকাঠি আইনজীবী সমিতিতে যুক্ত হন। ২০১২ সালে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। বর্তমানেও তিনি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার সভাপতি, নলছিটি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, হাফেজ ফয়েজ মুহাম্মদ ফাউন্ডেশনের সেক্রেটারী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সদস্যসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম জেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন। এরপূর্বে ২০০৫সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট আমিন জানান, তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে স্বচ্ছ ইমেজ, দক্ষতা এবং গ্রহণযোগ্যতায় বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।