বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আসামিদের হামলায় পুলিশের ২ সদস্য আহত, চাঁদাবাজ বলে আটকে রাখার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য আহত হয়েছেন। এমনকি তাদের চাঁদাবাজ অভিহিত করে আটকে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন—বন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল আব্দুস সালাম। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই দেলোয়ার হোসেন জানান, একটি মামলার সাক্ষী ছিলেন ওই এলাকার বাসিন্দা প্রতাপ ঘোষ। আদালতে গিয়ে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে প্রতাপ ঘোষের বাড়িতে যাই।

তখন প্রতাপ তার স্ত্রী এবং দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের ওপর হামলা করে আটকে রাখার চেষ্টা করেন। তখন আরো পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যান।

বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘মারধর করাসহ চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের আটকে রাখার চেষ্টা করা হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

 

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *