শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাবুগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ

বাবুগঞ্জ প্রতিনিধি।।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা।

রোববার ১০আগস্ট সকাল ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর নামক স্থানে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে এ সময় সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব , উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামি বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বি, মোশাররফ হোসেন লাভলু, রাজীব খান, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, আরিফ হোসেন নয়ন, আব্দুল্লাহ মামুন, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরদার, নাজমুল হক মুন্না প্রমুখ।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে মহাসড়কে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেওয়ার দাবি করেন বক্তারা।
তারা আরো বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার বিচারের মতো না হয়, তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *