বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদুরিয়া ব্যাংকের হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্দশা লাঘবে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত ক্যাম্পে ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় জনগোষ্ঠীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

 

 

আরো পড়ুন

দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুর উল্লাহ আরিফ, কায়েম করো সুনীতি, নিপাত যাক দুর্নীতি – এই শুভ প্রত্যয়ে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *