মোহাম্মদ ইউসুফ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
তিনি দেখিয়েছেন যে, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলাই একজন আদর্শ প্রার্থীর কর্তব্য। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের স্থানীয় বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পূর্বেই লাগানো তার পোস্টারগুলো নিজ হাতে অপসারণ শুরু করেন তিনি।
এসময় তিনি উপস্থিত স্থানীয় জনগণ ও কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের আরোপিত সকল নিয়ম-কানুন মেনে চলা অপরিহার্য। পরবর্তীতে তার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ও বিলবোর্ড অপসারণ করে ফেলেন দলীয় নেতা-কর্মীরা। মাওলানা আবদুল জব্বারের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ভোটারদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
যেখানে প্রায়শই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে, সেখানে একজন প্রার্থীর স্বতঃপ্রণোদিত হয়ে পোস্টার অপসারণের ঘটনা অন্যান্য প্রার্থীদের জন্য একটি ইতিবাচক বার্তা ও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে। তার এই পদক্ষেপ ইসির উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।