কাজল দে হিজলা প্রতিনিধি।।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ডিসেম্বর, সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন,উপজেলা ইঞ্জিনিয়ার সুকদেব বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহারিয়ার আহমেদ, কোস্টগার্ড সিসি কাজল, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা প্রণব কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য একটি শোকের দিন। জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে আজকের দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে।দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাধাগ্রস্থ হয় এটাই ছিলো পাকিস্তানিদের চক্রান্ত। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক আব্দুল কুদ্দুস নায়েব, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।