বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
Kamarkhali
Kamarkhali

কামারখালী প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধন

সাজিন আহম্মেদ, কামারখালী প্রতিনিধি॥

বাকেরগঞ্জ উপজেলার কামাখালীতে ফুলপিচ ক্রিকেট টূর্নামেন্ট কামারখালী প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজ মাঠে এদিন বিকাল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় পাটকাঠি এস্ট্রোনাট ক্লাব ও চন্দ্রমোহন ভাইকিংস। ম্যাচে চন্দ্রমোহন ভাই কিংসকে ৪৩ রানে হারিয়ে জয় লাভ করে পাটকাঠি এস্ট্রোনাট ক্লাব।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাড়িয়াল ইউনিয়ন যুবদল নেতা অঞ্জন দাস, ফয়সাল খান, লিংকন খান, ফোরকান খান, সোহেল সরদারসহ আরো অনেকে। অতিথিরা বক্তব্যে বলেন, খেলাধূলা বিনোদনের অংশ। শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে খেলায় অংশ নিতে হবে। সুন্দর আয়োজনের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আগামীর দিনে এইরকম আয়োজনে তাদেরকে সব সময় পাশে পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সিহাব, সাকিব, সিফাত, মামুন, তুষার, নিরব, অমিত। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন নেছার ও সাজিন আহম্মেদ।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *