নিজস্ব প্রতিবেদক
জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বরিশালের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জামাদিউস সানি মাসের ৪র্থ ও শেষ জুমার নামাজে মসজিদসমূহে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জামাতের পূর্বে খোতবায় বরিশাল মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদসহ বিভিন্ন মসজিদের খতিবগণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার তাগিদ দেন। তারা হত্যা, গুম ও অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধে ইসলামের কঠোর হুশিয়ারির কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।
খোতবারে খতিবগণ হাদীর হত্যাকাণ্ডকে বিবেকহীন সমাজ ও দেশবিরোধীদের পৈশাচিক অপকর্ম হিসেবে উল্লেখ করে বলেন, কোনো হত্যাকাণ্ডের জন্য আল্লাহর তরফ থেকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি থাকবে। নামাজ শেষে হাজার হাজার মুসল্লি হাদির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।