এনামুল হক সিকদার, নলছিটি
ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা তার নিজ উপজেলা নলছিটিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নলছিটির বিভিন্ন এলাকা থেকে সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও রাজনৈতিক নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘খুনিদের বিচার চাই’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিপ ওসমান হাদী ছিলেন নলছিটির গর্ব, একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত হত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।