শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

পটুয়াখালীতে ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীকে সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ডিসেম্বর) জুমার নামাজ শেষে পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত হৃদয় তরুয়া চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সর্বদলীয় জুলাই ঐক্য পটুয়াখালী।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান-এর সভাপতিত্বে এবং যুব জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-পটুয়াখালী জেলা জামায়াতে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের সৈয়দ নজরুল ইসলাম ও শাহ আলম শিকদার, এম. সোহেল রানা, জামায়াতে যুবনেতা রফিকুল ইসলাম, জেলা শিবির সভাপতি রাকিবুল ইসলাম, তানভীর আহমেদ, ছাত্র অধিকার পরিষদের রুবেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তোফাজ্জল হোসেন, সজিবুল ইসলাম সালমান, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ, এনসিপির যুগ্ম সমন্বয়ক বশির উদ্দিন, নাগরিক চেতনার ফেরদৌস মুন্সি, ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, আপ বাংলাদেশ-এর রিয়াজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জোরালো কণ্ঠে বলেন, ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের পেছনে বর্তমান সরকারের চরম উদাসীনতা, দায়িত্বে অবহেলা ও ব্যর্থতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, এই হত্যাকাণ্ডের রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সরকার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে। প্রয়োজনে আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রেখে একটি জাতীয় সরকার গঠনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতার বহিঃপ্রকাশ। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথে সর্বদলীয় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তারা।

সমাবেশ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহরের সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

হাদি হত্যার প্রতিবাদে পিরোজপুরে কফিন মিছিল

পিরোজপুর প্রতিনিধি ‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *