ঝালকাঠি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের বাড়িতে চলছে আহাজারি ও আর্তনাদ। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত হাজার মানুষ হাদির বাবার বাড়িতে এসে আহাজারি করেন।
এদিকে হাদির বোন মাসুমা সুলতানা ও ভগিনীপতি মাওলানা আমির হোসেন শুক্রবার দুপুর পর্যন্ত বাড়িতে থাকলেও দুপুর দেড়টার দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। হাদির অনুসারী, এনসিপি, গণঅধিকার পরিষদ ও কিছু ছাত্রদল নেতাকর্মী বৃহস্পতিবার রাতে ও শুক্রবার জুমার নামাজের পর ঝালকাঠি শহরের কলেজ মোড়ে খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নলছিটির সাধারণ মানুষ বলছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাই নয়— এটি একটি সময়, চেতনা ও সম্ভাবনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। তার সহযোদ্ধা, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা বলছেন, হাদির মৃত্যুর পর ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকা পরিণত হয়েছে শোক, ক্ষোভ ও আর্তনাদের শহরে।
হাদির বাড়ির সামনে দাঁড়ালে চোখে পড়ে এক নিঃশব্দ সরুপথের পাশে একটি ছোট্ট টিনের ঘর। যেখানে জন্মেছিলেন শরিফ ওসমান হাদি। কোনো অট্টালিকা নয়, কোনো বিলাসিতা নয়। এই সাধারণ টিনের ঘর থেকেই উঠে এসেছিল এমন একজন মানুষ, যিনি রাজধানী ঢাকার রাজপথের শাহবাগসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে কথা বলেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব, সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি এবং নতুন রাষ্ট্রচিন্তার পক্ষে। ওই বাড়িতে আবেগ জড়িত কণ্ঠে এলাকাবাসীদের বলতে শোনা যায়- বিপ্লবী বড় অট্টালিকা থেকে আসে না—ওসমান হাদি উঠে এসেছিল এই টিনের ঘর থেকেই।
নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাতে হাদির পরিবারের সদস্যরা কারো সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেননি। পুলিশ জানিয়েছিল, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরিবারটির সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছিল।
শুক্রবার সকালে নলছিটির খাসমহল এলাকায় প্রতিবেশী ও স্থানীয় রাজনৈতিক নেতারা একযোগে দাবি জানান—শরিফ ওসমান হাদির জীবনী জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ বলেন, ওসমান হাদির জীবন নতুন প্রজন্মের জন্য একটি রাজনৈতিক পাঠ। তিনি শিখিয়েছেন—বিপ্লব মানে শুধু জীবন দেওয়া নয়, বরং নিজেকে তৈরি করা, যোগ্য হওয়া এবং দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। তাই তার জীবনী পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।