রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় যেতে না পেরে শুভাকাক্সক্ষীরা শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা আদায় করেন।

বিভিন্ন মসজিদ থেকে সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

অকাল মৃত্যু শুধু তার পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা।

 

আরো পড়ুন

শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

এনামুল হক সিকদার, নলছিটি ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *