রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে শনিবার রাতে জেলা গোয়েন্দা (বিডি) ও বানারীপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে তাকে বানারীপাড়ায় বিএনপি নেতার দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক ফজলুর রহমান তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানাগেছে, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা।

বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এম মোয়াজ্জেম হোসেন জয়বাংলা বাবুল নামে পরিচিত। ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি বিতর্কিত নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন।

রাজধানীর পূর্বাচল উপশহর সংলগ্ন গ্রেটওয়াল ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড প্রকল্পসহ দেশের আবাসন খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও রয়েছে এই মোয়াজ্জেমের বিরুদ্ধে।

 

আরো পড়ুন

নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

নলছিটি প্রতিনিধি।। নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *