বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল মহিলা টিটিসিতে যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল মহিলা টিটিসিতে যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বরিশাল মহিলা টিটিসির কনফারেন্স রুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন ট্রেডের মোট ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন বরিশাল মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান। ব্র্যাকের আয়োজনে ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন ব্র্যাক ঝালকাঠি অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের সিনিয়র ম্যানেজার দ্বীপ মজুমদার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার মো. শরিফ হোসাইন, আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশিষ কুমার ঘোষ, ব্র্যাক পটুয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক মো. কামরুল হাসান, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ব্যবস্থাপক স্বপন কুমার সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহিলা টিটিসির চিফ ইনস্ট্রাক্টর মোসা. মুরশিদা হাসান, ইন্সট্রাক্টর খন্দোকার জিয়াউর রহমান এবং সিনিয়র ইন্সট্রাক্টর সুপ্রিয়া হালদার।

ক্যাম্পেইনে বক্তারা যুবদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *