বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের অংশগ্রহণে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক//

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের অংশগ্রহণে জেলা পর্যায়ে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী, ক্রীড়া প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ জেলার ১০টি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা।

উদ্বোধনী আলোচনা সভায় অতিথিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। এরপর ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়।

দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *