মির্জাগঞ্জ প্রতিনিধি //
পটুয়াখালীর মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। এ ঘটনার প্রধান আসামিকে বরিশাল থেকে আটক করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছে মির্জাগঞ্জ থানা-পুলিশ।
তদন্তের স্বার্থে আসামিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। আটক যুবকের নাম মো. রাইয়ান। তিনি উত্তর সুবিদখালীর আব্দুস সালামের ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় সিয়াম নিহত হন এবং একই সঙ্গে আবদুল আল মাহমুদ নামের যুবক আহত হন।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। নিহত সিয়াম পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। একই সঙ্গে আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।
পুলিশ জানায়, নিহত সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় ওই দুই খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে আসেন। তখন দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে বাদী হয়ে নিহতের বাবা মো. জুয়েল তালুকদার থানায় একটি মামলা করেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সালাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওরা দুজন মিলে কলেজ এলাকায় ঘুরতে গেলে বখাটেদের সঙ্গে বাগবিতণ্ডা থেকে মারামারিতে রূপ নেয়। আসামিকে আটক করা হয়েছে। আমাদের কাছে হস্তান্তর করলে আরো তথ্য দিতে পারব।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।