বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ভোলা: ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ মাঠে আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার আওতাধীন বাংলাবাজার থানা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

“সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বাংলাবাজার থানা শাখার সভাপতি আবু তাহের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি ও ভোলার ২২ লক্ষ মানুষের গ্যাস ও সেতুর দাবি আদায়ের অন্যতম প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন শাখা প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমান, ইউনিয়ন জামায়াতের আমীর মহাসিন স্যারসহ বাংলাবাজার থানার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “আজকের সমাজে বহু তরুণ মাদক ও নানা নেশায় আসক্ত হয়ে পড়ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে রাখার পাশাপাশি শারীরিক উৎকর্ষ, মননশীলতা এবং ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই আমাদের লক্ষ্য।”

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *