বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরকে সমর্থন বিএনপির

অনলাইন ডেস্ক //
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এ আসনে বিএনপির দলীয় কোনো প্রার্থী থাকবেন না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বিএনপির সঙ্গে আসন সমঝোতা করলেও তিনি বিএনপিতে যোগ দেননি। ফলে তিনি নির্বাচন করতে পারেন তার দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *