বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এমন এক নাম, যিনি সময়ের সীমানা পেরিয়ে ইতিহাস হয়ে থাকবেন-এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বুধবার (৩১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর সেই ইতিহাসে বেগম খালেদা জিয়া থাকবেন এক অনন্য উচ্চতায়। গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও আলেম-ওলামার প্রতি তাঁর সম্মান ছিল বিরল ও দৃষ্টান্তমূলক।’

তিনি ২০১৩ সালের ৫মে শাপলা চত্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, ‘আলেম সমাজের ওপর যখন দমন-পীড়ন নেমে এসেছিল, তখন দেশনেত্রী খালেদা জিয়া রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। তিনি শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।’

ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবস্থান তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে ইসলামবিরোধী কোনো আইন কিংবা কর্মকাণ্ড তিনি হতে দেননি। এ কারণেই আলেম সমাজ তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসতেন।’

ব্যক্তিগত স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমার শহিদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দি থাকাকালে বেগম খালেদা জিয়া আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তিনি তখন কেবল রাজনৈতিক নেত্রী নন, একজন অভিভাবকের মতো আমাদের পাশে ছিলেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনিও দেশনেত্রীর মতো সকল দল-মতকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবেন—ইনশাআল্লাহ, আপনি আরও জনপ্রিয় হয়ে উঠবেন।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। তবে যে-ই ক্ষমতায় আসুক—এই দেশ, এই মাটি ও পতাকা সবার। জাতীয় স্বার্থে ঐক্যই একমাত্র পথ।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো আস্ফালন করছে। সবাই ঐক্যবদ্ধ হলে তাদের বিষদাঁত উপড়ে ফেলা সম্ভব। ফ্যাসিবাদের শেষ শিকড় উপড়ে ফেলতে পারলেই দেশনেত্রীর আত্মা শান্তি পাবে।’

শেষে তিনি বেগম খালেদা জিয়া ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি করেন এবং একটি শান্তিপূর্ণ, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শোকসভায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডিএম এমাদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি শান্ত, ভাবগম্ভীর ও শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *