বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

গলাচিপা প্রতিনিধি //
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দশমিনা থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মনোনয়ন ফরম ও গলাচিপা থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে গণঅধিকার পরিষদের পক্ষে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা দক্ষিণ মহানগরের সিনিয়র সহ-সভাপতি মিজান হাওলাদার, বরিশাল মহানগরের যুব অধিকারের সেক্রেটারি লিমন খন্দকার।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান আলতাব এখন এবং নুর হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কালাম পঞ্চাইত, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, দশমিনা উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেব, সদস্য সচিব মিলন মাতব্বর, যুব অধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কে এম ইমরান শাহীন, গলাচিপা উপজেলা গণ অধিকার সদস্য সচিব মো. হাফিজুর রহমান, জাকির মুন্সীসহ দশমিনা গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের সঙ্গে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আমির মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা বেল্লাল বিন সুলতান, পৌর আমির আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা ইয়াহিয়া খান, সাবেক উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, ওলামা পরিষদ সভাপতি হাফেজ ফজলুর রহমান প্রমুখ।

ব্যাবসায়িক পরিষদ সভাপতি, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ ফেরদৌস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান প্রমুখ।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *