বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরগুনায় পাঁচ চোরাই গরুসহ যুবক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি //
বরগুনায় পৃথক পৃথক স্থান থেকে পাঁচটি গরু চুরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি করা পাঁচটি গরু ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ২৬ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের মধ্যে বরগুনা সদর থানাধীন ১ নং বন্দরখালী ইউনিয়ন থেকে গরুগুলো চুরি হয়।

ঘটনার পর প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল অন ডিউটি অফিসার এসআই রকিবুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে বরগুনা জেলার বেতাগী উপজেলা এলাকা থেকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা সবুজ তালুকদার (৩০) নামের এক যুবককে পাঁচটি গরুসহ গ্রেফতার করা হয়। একইসঙ্গে গরু বহনে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

ভুক্তভোগীদের একজন মোছা. জাকিয়া হোসেন (৩২) জানান, তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার দুটি গরু ছিল। এর মধ্যে একটি লাল রঙের গাভি (বয়স আনুমানিক ৫ বছর, মূল্য প্রায় ৫০ হাজার টাকা) এবং একটি লাল রঙের দান্দি বাছুর (বয়স আনুমানিক ১ বছর, মূল্য প্রায় ২০ হাজার টাকা) চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর মোট আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, পৃথক পৃথক স্থানে গরু চুরির অভিযোগে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে চুরি মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। চুরি প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধার করা গরুগুলো যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

 

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়

তালতলী প্রতিনিধি।। অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *