বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আমতলীতে পরিবেশ রক্ষায় মানবন্ধন কর্মসূচী পালন

আমতলী প্রতিনিধি //
‘প্ল‍াস্টিক নয় প্রকৃতি বাঁচাও, সচেতন হই প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগান নিয়ে পরিবেশ রক্ষার দাবীতে রবিবার বিকেল সাড়ে চারটায় আমতলীর পায়রা নদীর তীরে শতাধিক তরুন এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এনএসএস এ্যাকশন এইড এর সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

পরিবেশ কর্মী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।

সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়ন কর্মী তাজমেরী লিখন, উন্নয়ন কর্মী মো. মনোয়ার হোসেন, মো. জয় ও মিতু রানী প্রমুখ।

মানববন্ধন শেষে তরুনরা নদীর তীরবর্তী প্লাস্টিক ও পলিথিন পরিচ্চছনতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা প্লাস্টিক ও পলিথিন জমা দিয়ে ১টি সাবান উপহারের ঘোষণা করেন।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়

তালতলী প্রতিনিধি।। অদ্য ২১.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী ফিসনেট প্রকল্প এর অফিস কক্ষে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *