আমতলী প্রতিনিধি //
‘প্লাস্টিক নয় প্রকৃতি বাঁচাও, সচেতন হই প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগান নিয়ে পরিবেশ রক্ষার দাবীতে রবিবার বিকেল সাড়ে চারটায় আমতলীর পায়রা নদীর তীরে শতাধিক তরুন এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এনএসএস এ্যাকশন এইড এর সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
পরিবেশ কর্মী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।
সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়ন কর্মী তাজমেরী লিখন, উন্নয়ন কর্মী মো. মনোয়ার হোসেন, মো. জয় ও মিতু রানী প্রমুখ।
মানববন্ধন শেষে তরুনরা নদীর তীরবর্তী প্লাস্টিক ও পলিথিন পরিচ্চছনতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা প্লাস্টিক ও পলিথিন জমা দিয়ে ১টি সাবান উপহারের ঘোষণা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।