বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
uzirpur

উজিরপুরের শিবপুরে মূর্তিয়মান আতঙ্কের নাম ভূমিদস্যু হাবিবুর রহমান

উজিরপুর প্রতিনিধি॥
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে মূর্তিয়মান আতঙ্কের নাম ভূমিদস্যু হাবিবুর রহমান। ভুক্তভোগী সুত্রে জানা যায়, অর্ধশত পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে ভূমিদস্যু হাবিবুর রহমান হাওলাদার।

দক্ষিন সাতলা গ্রামের সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবপুর মৌজায় দলিলকৃত ১৫০,১৬২ নং খতিয়ানের ১১৩১,১১৩২,১১৩৩,বিএস খতিয়ান নং-১৭৭১ বিএস দাগ নং-৪০৭০, জমির পরিমান-১ একর। এরমধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা(নিষেধাজ্ঞা) থাকার পরেও তা উপেক্ষা করে হাবিবুর রহমান ও তার ছেলে মাইনুল হাওলাদার, মানিক হাওলাদার মিলে সন্ত্রাসী বাহীনি নিয়ে একের পর এক জমি দখল করছেন। এছাড়াও ৪টি মাছের ঘেরে ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ চাষ করেন সিরাজুল ইসলাম। ওই ঘেরগুলো দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যু হাবিবুর রহমান।

এছাড়া শিবপুর গ্রামের শামসু হাওলাদারের স্ত্রী মরিয়ম বেগম, হাসান হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম, ফরিদ সার স্ত্রী আলেয়া বেগমসহ অর্ধশত পরিবার অভিযোগ করে বলেন তাদের দলিলকৃত শেষ সম্বল বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে হাবিবুর রহমান। এছারাও মামলাবাজ হাবিবুর রহমান আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন কর। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এ ব্যপারে অভিযুক্ত হাবিবুর রহমান জানান তাদের কাগজপত্র নেই বলে বিষয়টি এড়িয়ে যান।

উজিরপুর মডেল থানার এসআই আলম জানান বারবার নিষেধ করার পরেও হাবিবুর রহমান কথা শুনছেনা। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই ভূমিদস্যুর কবল থেকে রক্ষা পেতে অচিরেই অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

আরো পড়ুন

madartoli

মাদারতলী খালে অবৈধভাবে বালু ‍উত্তলন

মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ও চানপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মাদারতলী খালটির নাব্যতা ফিরিয়ে আনতে  চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *