বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
sajjad

‘স্যার আপনার জন্য কী করতে পারি’

একরামুল কবির।।
মানব প্রেমের মহানুভবতা ছড়িয়ে অসহায় দরিদ্র এবং বিপদগ্রস্ত মানুষদের ভরসাস্থল হয়ে উঠেছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। তিনি সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষকে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। মানবিক কাজের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে অবিরাম ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন।

বরিশাল জেলা সমবায় অফিসে গেলে এক অসহায় প্রতিবন্ধী মানুষকে সহযোগিতার দৃশ্য দেখতে পাওয়া গেছে। নগরীর ২৮ নং ওয়ার্ডের চহুতপুর এলাকার মোহাম্মদ ওমর ফারুক জানান, কিছুদিন পূর্বে তিনি রোড এক্সিডেন্ট করে পায়ের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন। অবশেষে একজন ব্যক্তির মাধ্যমে সমাজসেবক সাজ্জাদ পারভেজের কথা জানতে পেরে তার অফিসে আসেন। এই সময়ে সাজ্জাদ পারভেজ তার ব্যক্তিগত অর্থায়নে তার চিকিৎসা করান এবং একটি প্রতিবন্ধী ভাতা কার্ড তৈরি করে দেন।

এ সময় অসহায় ওই ওমর ফারুক আবেগতাড়িত হয়ে বলেন, স্যার খুবই ভালো মানুষ। তিনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং কোনরকম সংকোচ না করেই আমার চিকিৎসার খরচ দেন এবং আমি যাতে আর্থিকভাবে সহায়তা পেতে পারি তার জন্য একটি প্রতিবন্ধী ভাতা কার্ড তৈরি করে দেন।

কার্যালয়ে নিজের টেবিলের উপরে ‘স্যার আপনার জন্য কী করতে পারি’ লেখা সম্বলিত নেমপ্লেট লাগিয়ে রেখেছেন সমাজসেবা অফিসার সাজ্জাদ পারভেজ। ভুক্তভোগীরা স্যার বলে ডাকার আগেই তিনি তাদেরকে স্যার বলে সবাইকে অবাক করে দেন। ফলে উপকার প্রার্থীরা বিনা সংকোচে তাদের সমস্যার কথা প্রাণ খুলে বলতে পারেন। সরকারিভাবে মানুষকে সহযোগিতার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে এবং বন্ধুদের মাধ্যমেও সহযোগিতা করে থাকেন।

এসব বিষয়ে জানতে চাইলে সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সরকারের পক্ষে সব হতদরিদ্রকে সহযোগিতা করা সম্ভব নয়। এ কারণে সমাজসেবার পাশাপাশি বন্ধুদের নিয়ে গড়ে তোলা ইভেন্ট-৮৪-এর (এসএসসি) পক্ষ থেকে হতদরিদ্র মানুষগুলোকে সাহায্যের চেষ্টা করে যাচ্ছি। এরপরও সমস্যায় পড়লে যেসব পরিচিত ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন, তাদের কাছ থেকেও সহায়তা নিচ্ছি। এভাবে যারাই আসছেন তাদের সাহায্য করার চেষ্টা করছি। একইসঙ্গে ভিক্ষাবৃত্তি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করেছি বহু লোককে। অপরাধীদের ভালো পথে আনার জন্য রাতদিন পরিশ্রম করছি।

সবাইকে যার যার অবস্থান থেকে হতদরিদ্র মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব জানিয়ে সাজ্জাদ পারভেজ বলেন, পেনশনে যাওয়ার পরও একইভাবে মানুষকে সাহায্য করতে চাই। সেক্ষেত্রে বড় পরিসরে হতদরিদ্র ফান্ড গড়ে তোলার ইচ্ছে রয়েছে।

আরো পড়ুন

madartoli

মাদারতলী খালে অবৈধভাবে বালু ‍উত্তলন

মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ও চানপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মাদারতলী খালটির নাব্যতা ফিরিয়ে আনতে  চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *