শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

‘পুনরায় ফ্যাসিবাদ যেন ক্ষমতায় আসতে না পারে’

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ফ্যাসিবাদ যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে। আওয়ামী লীগ ছিলো মাগুর মাছ, যা পেতো তা সবই খেয়ে ফেলত। আর শেখ হাসিনা হলেন রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন। বামনা উপজেলা বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা-২০২৪ এ এ কথা বলেছেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

শনিবার রাত ৮ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনার বামনা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সভা ২০২৪ আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এই প্রতিনিধি সভায় উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারী মনে করতেন।তাই তিনি নিজের ইচ্ছে মতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন। বিরোধী মতের উপর খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন। এ ছাড়াও এ সভায় বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বামনা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য

আরো পড়ুন

অপরিকল্পিত উন্নয়নে ধুঁকছে খাকদোন নদী

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা একসময়ের খরস্রোতা খাকদোন নদী-যা আজ নাব্যতা সংকট, দখলদারিত্ব ও অপরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *