নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বরিশাল নগরীর বেলস্ পার্কে চলছে ৯দিন ব্যাপী বইমেলা।
বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলার দ্বিতীয় দিনে- গতকাল মেলার মাঠে ব্যাপক দর্শক ও পাঠকের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলমান এ মেলায় শতাধিক প্রকাশনীর স্টল রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে- বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ৩দিনের জন্য স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনেও বিপুল সংখ্যক দর্শক এবং ক্রেতার সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন বিভিন্ন প্রকাশনীর বিক্রেতারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।