আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ডিসেম্বর) সকাল ৯.৩০টায় উপজেলার তালতলা বাজার সংলগ্ন বধ্যভ,মিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে কালী মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছের রায়হান, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।