ভূঁইয়া কামাল, মুলাদী //
বরিশাল জেলার মুলাদী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও মাদার্স অফ ডিজেবল চিলড্রেন (এমডিসির) আয়োজনে এমডিসির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুপুর ৩টায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে দুইশত শীতবস্ত্র ও ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
মাদার্স অফ ডিজেবল চিলড্রেন-এর সভাপতি মোহাম্মদ আবু বকর মুন্সি সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ শাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এমডিসিরি প্রতিষ্ঠাতা পরিচালক তানজিলা সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ রায়হান ইসলাম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল আহসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শেখ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ঝিল্লুর রহমান ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ।
এমডিসির সভাপতি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অধিকার, জীবন মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রতিবন্ধিবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে অলাভজনক সেবামূলক সংগঠনটি হাঁটিহাঁটি পা পা করতে করতে আজ ১ বছর পূর্ণ হলো। শুরুতে বিশেষ চাহিদা সম্পন্ন ৫৫ জনের মধ্যে কাজ শুরু করি।
বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সদস্য দাঁড়িয়েছে ৫৫০ জন। অন্যান্য বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, আপনারা তাদের পাশে থেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগীতা করলেই তারাও একদিন প্রতিষ্ঠিত হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।