শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দারিদ্র বিমোচন বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের প্রশিক্ষন

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে দারিদ্র বিমোচন বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দশ দিন ব্যাপী পেশা ভিওিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ১০ দিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান বিভিন্ন ভ্যানুতে অনুষ্ঠিত হয়।

এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে রাব্বি,আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মসিউর রহমান, উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, উপজেলা প্রাণিসম্পাদ অফিসার ডাঃ তাপশ কুমার ঘোষ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসেন।
এ সময় ১৮ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

জানাগেছে, এই প্রশিক্ষণে দারিদ্রতা দূরীকরণ ও আর্থিক স্বাবলম্বী হওয়ার কৌশল ও জীবনমান উন্নয়নে দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা প্রধান। ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, বিষমুক্ত ও পরিবেশ বান্ধব বান্ধব পদ্ধতিতে সবজি ও ফল চাষ, ব্যাগিং পদ্ধতিতে মানসম্মত ফল উৎপাদন, বার্মি কম্পোস্ট উৎপাদন দুগ্ধ জাত দ্রব্যাদি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণসহ গরু মোটাতাজা করন সহ হাঁস মুরগি কবুতর পালন ও স্বল্প পরিসরে ছাগল ভেড়া পালন ও বাজারজাতকরণ। উপকূলীয় সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য দায়িত্বশীল মৎসআহরণ প্রশিক্ষণ, বাণিজ্যিকভাবে মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল ও মাছের প্রজনন খাদ্য ব্যবস্থাপন আত্ম কর্মসংস্থান সৃষ্টি পুঁজি গঠন ও বিনিয়োগের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি হস্তশিল্পের বিভিন্ন নকশা আঁকা ও তৈরিসহ দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মসূচি ও হস্তশিল্প( ব্যাগ ) তৈরি প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক সুযোগ-সুবিধা বিষয়ক গ্রামীণ জনগণের দক্ষতা বৃদ্ধি করে আত্ম কর্মসংস্থানের সুযোগ তৈরি পরিচালনা বিষয়ক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি বলেন, উপকারভোগি পরিবারের চাহিদা মোতাবে ১৮ টি ভেনুতে পেশা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে উপকার ভোগি পরিবারসমূহ দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। তারা এখন নিজেরাই সহ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *