বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ

পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (আজ) সকাল থেকে পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির দুই প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, “পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল হওয়া মোট ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি বৈধ ঘোষণা করা হয়েছে। তিনটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং বাকি দুই প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।”

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *