বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঝালকাঠিতে আ.লীগের ২ নেতা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি //
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন (৫৬) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহারাজ মল্লিক (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাওলানা দেলোয়ার হোসাইনকে এবং ঝোড়খালী বাজার এলাকা থেকে মহারাজ মল্লিককে আটক করা হয়। মাওলানা দেলোয়ার হোসাইন উপজেলার মশাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি চিংড়াখালী সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

অপরদিকে মহারাজ মল্লিক পাটিখালঘাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

আরো পড়ুন

‍আপিলে বরিশাল বিভাগের ১৩ প্রার্থীর ভাগ্য বদল, ৭ জনের পুড়লো কপাল

ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *