এনামুল হক সিকদার, নলছিটি //
ঝালকাঠির নলছিটিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ফ্রেশ এলপিজি গ্যাসের এক ডিলার প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নলছিটি থানারপুল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ডিলার প্রতিনিধির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন এবং ভোক্তাদের নির্ধারিত মূল্যে গ্যাস ক্রয়ের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।