তালতলী প্রতিনিধি।।
অদ্য ০৮.০১.২০২৬ তারিখ বৃহস্পতি বার তালতলী উপজেলার ফিসনেট প্রকল্প এর মিটিং কক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, তালতলীর উপজেলার তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি এর ত্রৈ-মাসিক পরার্মশ মূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি (সিবিও) এর সভাপতি জনাব, মোঃ হারুন তালুকদার। আজকের পরার্মশ মূলক সভা মূল উদ্দেশ্য হলো তালতলী মৎস্য বাজার এর পরিবেশ মান উন্নয়ন করা এর পাশাপাশি অড়ৎদার ও মৎস্যজীবী এর সাথে পারস্পারিক সর্ম্পক উন্নয়ন করতে সক্রিয় ভূমিকা পালন করবে। সভায় ফিসনেট প্রকল্পের পক্ষ থেকে আলোচনা করা হয় যে, তালতলী মাছ বাজারের ফিস ল্যান্ডিং সেন্টারে কি ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম করা যেতে পারে। তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা মিলে আলোচনা করে তাদের প্রয়োজনীয়তা উল্লেখ করেন,
০১। পানি নিষ্কাশন এর জন্য ড্রেনেজ ব্যবস্থা করার।
০২। মাছ বাজারের পাশে সুপেয় পানির জন্য একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা।
০৩। পাবলিক টয়লেটের ব্যবস্থা করা।
০৪। আড়ৎদার এবং মৎস্যজীবীদের জন্য একটি বিশ্রামাগার প্রয়োজন।
সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আড়ৎদার এবং মৎস্যজীবীদের জন্য একটি বিশ্রামাগার স্থাপন করতে হবে। সেক্ষেত্রে ফিসনেট প্রকল্প এবং তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি যৌথভাবে সহায়তা প্রদান করবেন। সভায় আর কোন আলোচনা না থাকায় তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি এর সভাপতি মো: হারুন তালুকদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অদ্যকার সভার সমাপ্তি ঘোষণা করেন।
আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মোঃ মেহেদী হাসান। তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি ত্রৈমাসিক পরার্মশ মূলক সভার অনুষ্ঠানের সঞ্চালকের দ্বায়িত পালন করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক। বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।