শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

লালমোহন সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন

লালমোহন প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লালমোহন সদর ইউনিয়নের ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মাস্টার এসহাকের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক আমির আজিম উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা, সেক্রেটারি আব্দুজ জাহের, ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল্লাহ কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আহসান শরীফ,ফুল বাগিচা বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম, বিএনপি নেতা নুরুজ্জামান হাওলাদার, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা সালাউদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইদ্রিস। মাহফিলে বিভিন্ন ওয়ার্ড থেকে রুকন, কর্মী, সহযোগী ও ফুলবাগিচা বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আলোচকগন রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের শপথ নেয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

ভোলায় এন‌সি‌পির নবগ‌ঠিত ক‌মি‌টি স্থগিতের দাবি

ভোলা প্রতিনিধি এন‌সি‌পির ভোলা জেলার নবগ‌ঠিত আহ্বায়ক ক‌মি‌টি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *