বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মেহেন্দীগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে মেহেন্দীগঞ্জে উঠান বৈঠকসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মাদ ওমর ফারুক দেওয়ান, পরিচালক, জেলা তথ্য অফিস, বরিশাল। তিনি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন খো. শরীফা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মেহেন্দীগঞ্জসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে প্রায় ১০০ জন নারী অংশগ্রহণ করেন।

এ ছাড়া নির্বাচন আচরণবিধি বিষয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। একই দিনে মেহেন্দীগঞ্জের আলীগঞ্জ বাজারে ‘টেন মিনিটস ব্রিফ’ ও ভোটলাপ কার্যক্রম পরিচালনা করা হয়।

জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভা, চরএককরিয়া ও উলানিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিনব্যাপী ৬ ইউনিট সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়ানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *