বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ডিসেম্বরে বরিশালে ৪ খুনসহ ৩৯ টি নারী-শিশু নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক ::
ডিসেম্বর মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে।

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ মো: খায়রুল আলম সুমন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আসন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন, পুলিশ, মহানগর ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইনশৃংখলা কমিটির পরিসংখ্যানের চিত্র তুলে ধরা হলো-বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্যানুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে মহানগর এলাকায় মোট ১১১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ২টি, ধর্ষণ ৩টি, চুরি ৭টি, ডাকাতি ও দস্যুতা ২টি এবং নারী ও শিশু নির্যাতনের ১৬টি অভিযোগ রয়েছে। এছাড়া মারামারি, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অন্যান্য ঘটনায় সংখ্যাও উল্লেখযোগ্য।

বরিশাল জেলা পুলিশের তথ্যানুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে জেলার এলাকায় মোট ১৪৭টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ২টি, ধর্ষণ ২টি, চুরি ৮টি, ডাকাতি ও দস্যুতা ২টি এবং নারী ও শিশু নির্যাতনের ২৩টি অভিযোগ রয়েছে। এছাড়া মারামারি, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অন্যান্য ঘটনায় সংখ্যাও উল্লেখযোগ্য।

বিশেষ করে নারী ও শিশু নির্যাতন এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নগরবাসী ও গ্রামাঞ্চলের মানুষ সন্ধ্যার পর চলাচলে সতর্কতা অবলম্বনের কথা বলছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও তারা দাবি করেন। সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *