নিজস্ব প্রতিবেদক ::
ডিসেম্বর মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে।
বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ মো: খায়রুল আলম সুমন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আসন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন, পুলিশ, মহানগর ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইনশৃংখলা কমিটির পরিসংখ্যানের চিত্র তুলে ধরা হলো-বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্যানুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে মহানগর এলাকায় মোট ১১১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ২টি, ধর্ষণ ৩টি, চুরি ৭টি, ডাকাতি ও দস্যুতা ২টি এবং নারী ও শিশু নির্যাতনের ১৬টি অভিযোগ রয়েছে। এছাড়া মারামারি, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অন্যান্য ঘটনায় সংখ্যাও উল্লেখযোগ্য।
বরিশাল জেলা পুলিশের তথ্যানুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে জেলার এলাকায় মোট ১৪৭টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ২টি, ধর্ষণ ২টি, চুরি ৮টি, ডাকাতি ও দস্যুতা ২টি এবং নারী ও শিশু নির্যাতনের ২৩টি অভিযোগ রয়েছে। এছাড়া মারামারি, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অন্যান্য ঘটনায় সংখ্যাও উল্লেখযোগ্য।
বিশেষ করে নারী ও শিশু নির্যাতন এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নগরবাসী ও গ্রামাঞ্চলের মানুষ সন্ধ্যার পর চলাচলে সতর্কতা অবলম্বনের কথা বলছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও তারা দাবি করেন। সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।